শীতের নিশুতি রাতে
টর্চ লাইট কিশোরের হাতে।
বন্ধু যায় নাই সে দিনেতে
মজা করবে,ভয় দেখাবে ওই রাতেতে।

আসে একা শিক্ষকের বাড়ি থেকে
ভয় লাগে যখন যায় রাস্তা বেঁকে।
পেচক উড়ে যায় মাথার উপর ডেকে
ঘামের শিহরণে সারা দেহে যায় ঢেকে।

হৃদের রক্ত বেগে মস্তিষ্ক পীড়ণে
হঠাৎ বন্ধুর 'হা' শব্দ যেন জীবন হরণে।
কিশোর মাটিতে লুটায়ে অজ্ঞানে
বন্ধু অবাক ছলছল অশ্রু নয়নে।

ছুটে আসে বন্ধু বুকের কাছে শোনে কানে
হৃদ সাড়া দেয় খুবই ফিকে স্পন্দনে।
কি করবে বন্ধু দেখে এখানে ওখানে
যাইহোক মস্তিষ্ক স্থির করে একমনে।

তাড়াতাড়ি পিঠের ব্যাগ খুলে
কোলের উপর বন্ধুর মাথা তুলে ।
বুকে আলতো চাপে আর মুখে ছিটায় জলে
ক্রমাগত জীবন ফিরে,বন্ধু বলে এই রাতে উচিত শিক্ষা পেলে ।।


রচনাকাল -
নিজ বাসভবন,
বুধবার, 07/06/2017,
রাত -09:30,