অপেক্ষার আজ পূর্ণ অবসান
শারদে মেজাজ প্রেমের আহ্বান।
ছোটো থেকে আজ শুধু দিন গোনা
অন্তেঃ প্রেম বৃক্ষ আজ আনমনা।
ছোট্ট সুনন্দিতা সে আজ কিশোরী
নেই নবীনতা স্তব্ধ এ বাঁশরী।
নয়টা বছর তোমার আশায়
কখন বলবে সেই ভরসায়।
তোমার ভাবনা হৃদয়ে আজও
শারদের রূপে আছো সাজো সাজো।
সবুজের মাঠ ভোরের বাতাস
শাপলা ফুলেতে তোমার আভাস।
দুর্বার শিশিরে শেফালি ছড়ায়ে
যেন আছো সেথা লাবণ্যে জড়ায়ে।
বেলির সুবাসে তোমাকে যে চাই
তোমাকেই যেন সাথে সদা পাই।
নীলাভ আকাশ কাশের শোভিতা
ভালোবাসি আমি শোনো সুনন্দিতা।
মোর প্রেম তুমি কাব্যে সদা রবে
প্রতিটি চরণে স্মরণ যে হবে।


রচনাকাল -
নিজ বাসভবন
৩১/০৭/২০২০