জ্ঞান্ কথা কেবা জানে?
পদে পদে শিক্ষা আনে।
যেথা দেখি চক্ষু পানে
শিক্ষা জাগে এই মনে!
ঘরে বসে বই শিক্ষা
বহিঃ কত জ্ঞান দীক্ষা,
বই থেকে দৃষ্টি বাঁকে
শিক্ষা-বাণী স্মৃতি আঁকে।
শিক্ষা কারে দেই আখ্যা
আছে শুধু শূন্য ব্যাখ্যা।
রচনাকাল -
নিজ বাসভবন,
07/09/2017,
সন্ধ্যা -07:49,