দিনটা কাটে তোর সঙ্গে,
রাতটা সব বিধিভঙ্গে।
শিহরণটা অঙ্গে অঙ্গে
ক্লান্ত করে সর্বাঙ্গে।
বুকের কোণে কনকনে,
সেটাই বা বোঝে কয়জনে
তোকে যে আমার প্রয়োজনে।
তোকে চাই আমার একলা মনে।
রচনাকাল -
নিজ বাসভবন
০১/০৩/২০২১
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.