রাত্রি হলে মনে শীত জমে
ঘুমের দেশে আজ আমি একা,
চাঁদের আলো তো চাঁদনি দেখে
আমারটা আর হলো না দেখা।