রাগে মানব মানবতা কেন হারিয়ে ফেলে আগে?
ক্রোধ করে যারা তারাই কেন সদা হারায় বোধ?
সহনশীল যারা তারাই ঐক্যতা করে বহন।
অয়ন দেখায় যারা তারা হিংসা করে না চয়ন।
রাগ-ক্রোধ সহন করো তারপর দেখাও অয়ন।।


রচনাকাল -
16/07/2017, রবিবার ,
সন্ধ্যা -08:32,