অনেক দিনের পর সেই
               আনন্দে অনন্য অনুভূতি।
নয়নে প্রত্যহ দেখে আসা
              একঘেয়েমি হতে নিষ্পত্তি॥
আগে থেকে বন্ধুদের সঙ্গে
              ষষ্ঠী হতে দশমী প্রস্তুতি।
মাকে সবিনয়ে আবদার
               জামা-প্যান্ট কেনার মিনতি॥
বিড়বিড়িয়ে সময় গোনা
               ও সাথে চোখের পাতা ফেলা।
বিগত মণ্ডপ চিত্র মনে
               এইভাবে কেটে যায় বেলা॥
না খেয়েও ক্ষুধার্ত উল্লাসে
               হাত খরচ জমিয়ে রাখা।
আগে থেকেই মনের মধ্যে
               পরনে আলতো ছবি আঁকা॥
ইহা বড়ো বড়ো প্যান্ডেল
               ও অসংখ্য বাঁশের বাহার।
এখন থেকেই মুচকি হাসি
               গলিত এ মনের নীহার॥
শুধু অসমাপ্ত ডিজাইন
               ধারণায় মনের বিভ্রান্তি।
ঘাড় ভেঙে এখুনি দেখার
               মনে যে না বোঝার অশান্তি॥
ক্লাসে একাগ্রতা হীন মন
               আর পড়াশোনা বেমানান।
ক্লাসে সময় গোনার ঝোঁক
               পাছে লিখছি ভুল বানান॥
সে এক অনন্য অনুভূতি!
               যৌবনে যে আবেগ বহাল।
পূজোর নেশায় দুই কূলে
               মোর ভেঙেছে মনের আল॥



রচনাকাল -
নিজ বাসভবন
১৪/০৯/২০১৭
দুপুর -০২:৫১