শহিদের মহৎ জীবন মূল্যে কি হলাম পূর্ণ স্বাধীন?
প্রশ্ন করে দেখি যখনই বিবেক বলে- 'তোরা অধীন'।
আমরা তবুও প্রবল খুশি স্বাধীনতা পেয়েছি বলে!
এই অনুভূতি পালন করে পূর্ণ করো এ শূন্য কোলে।



রচনাকাল -
নিজ বাসভবন,
৩০/০৭/২০১৭,
সকাল -০৭:৩০,