প্রথম প্রেম হারাই মোরা
ভুলটা কোথায় তা খুঁজে পাবো?
প্রেমের মাশুল জানবো আরো
সব শুধরে নতুন করে ভালোবাসবো।
প্রেম বেদনায় আরো মানুষ চিনবো
ভাগ্য আবার নতুন করে যাচাই করবো,
নতুন জাগরণে নতুন ভাবে আবার মন গড়বো।



রচনাকাল -
নিজ বাসভবন,
11/07/2017,
সকাল -09:40,