কতদিন আর থাকবি দূরে
এবার তো আয় এই নীড়ে।
এখানে তোরে সবাই খোঁজে
সেথা কি মাথা আছিস গুঁজে?
'কেটেছে দিন পূজোর কালে
ঢেউ লেগেছে মনের আলে,
লাউ ধরেছে মনের চালে
মাছ পড়েছে মনের জালে'
দুটি পাখি কি বসলো ডালে?
কতদিন আর থাকবি দূরে
এবার তো আয় এই নীড়ে।
আর খেলায় আসে না মোদী
যেন শুকায়ে অগভীর নদী।
তেজহীন নদীর মনো-বলে
ভরাবে নদী তুই যে এলে।
তখন যাবে আপন বেগে
উল্লাস ঢেউ উঠবে জেগে।
কতদিন আর থাকবি দূরে
এবার তো আয় এই নীড়ে।
রচনাকাল -
নিজ বাসভবন,
০৬/১০/২০১৭,
সকাল-০৮ঃ৩১,