অবসান হইতেছে অমৃত তরল
চারিদিকে হাহাকার পানীয় বিরল!
বারংবার অপচয় নিস্তেজ চেতনা
প্রাণবন্ত রসদের নির্মম বেদনা!
হেঁসেলের, বাথরুমে, কৃষিতে, রাস্তায়
অবহেলা মানবতা আগামী সস্তায়!
আকাশের ঝরঝরা অকাল দিঘির
পুষ্করিণী অনুর্বর প্রাসাদ নিবিড়।
জাগরণে অসফল মানব জাতির
তামসিক হাবুডুবু প্রজন্ম গতির।
নিদ্রোত্থিত! নিদ্রোত্থিত! কামনা জাগায়ে
অপচয়ে প্রতিজ্ঞায় পানীয় বাঁচায়ে।
অবহেলা অযথায় সজাগ স্মরণ
জাগরূক শঙ্খনাদে করিবো বরণ।
রচনাকাল -
নিজ বাসভবন
২০/০৭/২০২০
দুপুর - ০১:১৫