উদ্যানে পরিস্ফুটিত সুপ্ত AIDS-এর আক্রান্ত উর্বশী সুবাসে পুষ্প,
উগ্র মোহিত মৌমাছি অমৃত হরণে তৃপ্ত।
কামীত প্রতঙ্গ ধাবিত লালসা হরণে,
সজ্ঞান হীনতায় মদির বশেতে অনন্তAIDS  জীবনে।
ক্রমাগত উপসর্গ তরুণ পতঙ্গ রসে,
উর্বশী পুষ্প সুবাসে জীবনকাল খসে।
বাস্তব জীবনে মিলে যায় উপমার ছন্দ
এবার পতঙ্গরা বুঝুক,AIDS কীভাবে হবে বন্ধ?



রচনাকাল -
নিজ বাসভবন,
12/07/2017,
সকাল -10:01,