মনের সৌন্দর্য সদা তৃপ্তি আনে,
কত ঐতিহ্য মোদের চোখের পানে,
বিশ্ব রূপে আর ঘুরিবো না রে !
বাংলার ঐতিহ্য হাতছানি দেয় আমারে।
সকাল হতে সন্ধ্যে প্রচীন বাংলা ঐতিহ্যে,
নব কৌশলে গড়ব বাংলা মোরা নতুন সৌন্দর্যে।
আরে আমরা পারবো আমরাই পারবো,
নব রূপে এই তরুণরাই সমাজ গড়বো।।
রচনাকাল -
নিজ বাসভবন,
১৮/০৪/২০১৭,মঙ্গলবার,
সকাল - ০৮ঃ৪০,