ও কাঠপিঁপড়ে এত রাগ কেন?
হয়তো ও ভুল করেছে, দিলে হুল হেন।
ও কষ্ট পাচ্ছে,তুমি কি তা জানো?
ও যে ছোটো,এটাতো তুমি মানো।
আরে সে আপন ভেবে ধরে ছিলো আ-হা-রে,
আর তুমি প্রাণের ভয়ে কামড়ে দিলে তাহারে।
ও কাঠপিঁপড়ে এত রাগ কেন?
তোমারও তো ছেলে রয়েছে তাকে তো তুমি চেনো।।


রচনাকাল -
নিজ বাসভবন,
02/07/2017,রবিবার,
সকাল -08:45,