কোভিড আমার এ রক্তে থাকুক
তবু আমি প্রাণ ছাড়বো না।
অক্সিজেন যে আমার মনোবলে
আমি ভাই হাল ছাড়বো না।
লড়তে যে জানি, আমি নিজের সাথে
যমের সঙ্গে সন্ধি করে।
নিয়ম-বিধিটা খুব টাইটে রাখি
দেখিনা কি করে জীবন মরে!
থাকুক রক্তে এ কোভিড আমার
সাবধানতার পরেও যদি।
কবজ শক্তি আমার মনোবলে
এ মনোবল যে অ্যান্টিবডি।

রচনাকাল-
নিজ বাসভবন
০২/০৫/২০২১