অপরের সাথে সর্বদা লড়েছি
নিজেকে না জেনে ভুল যে করেছি।
প্রেম, বন্ধু সব আজ হারিয়েছি
এ অজানা পথে একা দাঁড়িয়েছি।
দিশে হারা পথে কেউ নেই আর!
নিজেকেই নিজে হতে হবে পার।
সদাই নিজেকে জানতে যে হবে
অন্তরের শক্তি সদা সঙ্গে রবে।
বুঝিনি সদাই আছো তুমি কাছে
পেয়েছি তোমায় রেখে সব পাছে।
নিজের হৃদয়ে ডুব যে দিয়েছি
তাই আজ শুধু নিজেকে পেয়েছি।
সব ত্যাগ করে মনে শক্তি আনো
ভালো করে আরো নিজেকেই জানো।

রচনাকাল -
নিজ বাসভবন
১৬/০৭/২০২০
দুপুর-১২:২৩