শত কোটি প্রণাম হে জগৎ কাণ্ডারী,
তোমাদেরও সমান অধিকার ও সহনশীল নারী।
তোমরাও পারো সমকর্ম পুরুষের ন্যায়,
কেন এত সংশয়,বাড়াও না পা,আর করো না সময় ব্যয়।
তোমরা আর কতদিন করবে অন্যের উপর ভর,
প্রতিষ্ঠা হও সবাই, আর ভেদাভেদ হীন হোক নারী-নর।

তোমরাতো জনম জনম পবিত্র গঙ্গার মতো,
তোমাদের কাছে পবিত্রতা সদা থাকে মাথা নত।
তবে কার ভয়ে বারে বারে করো বশ্যতা স্বীকার,
এসো এবার নতুন সমাজ গড়ার করি অঙ্গীকার।
দেখছ তো চারিদিকে রয়েছে কত অত্যাচারী,
তাই মনের মধ্যে ঘুমন্ত প্রতিবাদ জাগ্রত করো ও প্রতিবাদী নারী।

ফুলের মতো কোমল তোমরা ও মাতৃরূপী নারী,
তোমাদের কোলে এই জগৎ আলোকিত করেছেন মহান কর্মকারী।
প্রতিটি সত্তা রয়েছে প্রতিটি নারীর অন্তরে,
অনন্ত হইয়া যাবে,নারীর মহত্ত্ব যুগযুগান্তরে।
শত কোটি প্রণাম হে জগৎ কাণ্ডারী,
তোমরা বিনা জগৎ অচল ও সহনশীল নারী।।
                            

রচনাকাল -
নিজ বাসভবন,
03/03/2017,শুক্রবার,
দুপুর- 02:00,