বহে বাতাস চলে স্টীমার শোনায় কলধ্বনি।
তারই মাঝে অপরূপা রূপে—
খোলা চুলে চলেছে কে এ ক্লান্তহরণী!
যার বালুকা পদ চুমে এই পবিত্র নদী,
যার স্পর্শে শত শত বর্ষে—
প্রকৃতির ঘ্রাণে জাগে মত্ততার মোদী।
আরে ভাই, সে তো আমার মৌ বউদি॥