মেয়েটা বলছে–
মাগো, আমার কোভিড হলো
বড্ড শীত করছে গা'য়,
ঁবাবার কাছে যাবার আগে;
ও মা, এ পথটা কি পোঁছায়?
তার মা বলছে–
পাগলী মেয়ে, তোর হয়নি কিছু
তুই চুপটি এবার কর।
তুই আমার এ হৃদয়ের কণা,
মিষ্টিসোনা, বীরাঙ্গনা
আয়, আমায় জড়িয়ে ধর।
রচনাকাল -
নিজ বাসভবন
০৬/০৫/২০২১
দুপুর - ০১:০৯