মানুষের সৃষ্টি এককোষী,
      তখন ছিল না কোনও অস্থিসহ পেশি।
বেড়ে ছিল ধীরে ধীরে,
         নতুন জগৎ ছিল অনেক দূরে।
এককোষী ফেলে পাছে,
         এগিয়ে আসে 'মরূলার' কাছে ।
অমনি করে বৃদ্ধি ঘটে
         'মরুলা','ব্যাস্টুলা','গ্যাসষ্টুলা' ছিল বটে।
মায়ের কোলে ভূমিষ্ঠ যখন,
           নিষ্পাপ শিশু ছিল তখন।
বর্তমানে এটাই সত্য,
            সর্ব কর্মে মানুষই পক্ত।



রচনাকাল-
নিজ বাসভবন,
ইং-২০/০৮/২০১৬,শুক্রবার,
১০ঃ৪০AM,