প্রেমের ঘ্রাণে হৃদয়ে শান্তি আনে,
ঠেকাই মাথা যখন বুকের পানে।
হৃদয় প্রেমে যেন অমৃত জাগে,
ভালোবাসার যেন তৃষ্ণা লাগে।