তৃষ্ণার্ত ওই দুটি চোখ আর নিঃস্বার্থ নীরবতার হাসি,
সাথে রঙচঙে কান বালি আর হাতে বোবা চুড়ি।
যখন হাওয়ার দুষ্টামির আদর একটু গলার ভাঁজে—
ব্যস! মোহনের লাজুক মোহিনী তখন সম্পূর্ণ সাজে।