বাসুদেব বলছে–
“নন্দিতা, বড্ড বুকটা করছে যে চিনচিন!
কবে আসবে বলো তো, করোনার ভ্যাকসিন।
ভালো লাগছে না আর। হলো তো অনেক দিন।’’
নন্দিতা বলছে–
“ওগো তোমায় বলছি, তোমার করোনা নয়
তোমার ব্রঙ্কাইটিস, শ্বাসনালির যে ক্ষয়,
ব্যাকটেরিয়ার কোপ, কোনো করোনা নয়।’’
মুচকি হেসে,
বাসুদেবের বুকে মাথা রেখে, বলছে নন্দিতা–
“ধন্য তোমার লকডাউন, ধন্য তোমার কবিতা।’’
রচনাকাল -
১৪/০১/২০২১
নিজ বাসভবন