কলকাতা দীঘাগামী বাস
জানালার মোহিনী বাতাস
দেখেছিলাম মাঠের চাষ
মুখে মাস্ক গরম নিঃশ্বাস।
হঠাৎই বেজে ওঠে ফোন
কোনো এক যাত্রীর রিংটোন
পড়লো সবার দৃষ্টিকোণ
নাম যে তার পদ্মলোচন।
‘খেলা হবে’ ‘খেলা হবে’ গান
রিংটোনে বাজলো শব্দ তান
পাঁচটা আঙ্গুল অসমান
কেউ চুপ কেউ বাক্যবাণ।
কেউ জ্ঞানে কেউবা অজ্ঞানে
কেউ নরমে কেউ গরমে
কেউ মজায় কেউ সাজায়
কেউ হেডফোনে কেউ ফোনে।
এলো শেষে কাঁথির স্টপেজ
পদ্মলোচন খোদা হাফেজ।
মোবাইল হাতে রাস্তা পার
পেছনে সে দেখলো না আর।
রচনাকাল - ২১/০২/২০২১
নিজ বাসভবন,
রাত্রি ০৯:২২