খোকা খেজুর গাছের তলে
             খোকা এদিক ওদিক  চলে।
রাশি রাশি কুলের বাহার
             খোকার কাছে এতো আহার।
খোকা চাঁহিয়া চাঁহিয়া রয়
              মুখে যে লোভের গন্ধ বয়।
পাখি গাছে আসে আর যায়
            উঁচু থেকে ফেলে বিচি হায়।
খোকা অসহ্য বিরক্ত হয়
              খোকার বাড়ি যে দূরে নয়।
খোকা ঢিবির উপর বসে
              ভাবে, পড়বে কখন খসে।
যখনই খসে কুল পড়ে
              টুক করে দ্রুত মুখে পুরে।
আপন মনে সে চলে ঘরে।।


রচনাকাল-
নিজ বাসভবন,
বুধবার,২৪/০৫/২০১৭,
দুপুর- ০২ঃ১০,