মা যে আমার কাঁদছে স্নেহাশিস কোলে শিশুকে নিয়ে।
ক্ষান্ত হও হে কোভিড, দয়া করে শান্ত হও।
যে সব শিশু সদ্য ভূমিষ্ঠ তোমার এ দাবদাহে
তাদেরকে সুস্থ রাখো তোমার এ অশুভ থেকে।
কত পথ অতিক্রম করেছে তারা ভূমিষ্ঠ হতে–
তারা চায় সুরক্ষিত এ মা'র কোলে একটু ঘুমোতে।
তারা চায় তৃষ্ণা কাতর নয়নে মাস্কহীন মাকে দেখতে।
তারা চায় কোভিড মুক্ত মায়ের কোলোস্ট্রামে খিদে মেটাতে।
তারা চায় নির্মল নিঃশ্বাস, তারা চায় বুকভরা সুস্থ নিঃশ্বাস।
তাদের এইটুকুই চাওয়া পাওয়া, এইটুকুই অনুভূতি ব্যস।
ক্ষান্ত হও হে কোভিড, দয়া করে শান্ত হও।

রচনাকাল -
নিজ বাসভবন
১৭/০৫/২০২১