সে খুব কাছে থেকেও আজ অনেক ব্যবধান,
ইচ্ছে করে সে করেনি, ব্যবধানের সমাধান।
ছেলেটি চেষ্টার ত্রুটি রাখেনি কতশত বোঝাবার,
অহংকারে সে আজ, ছেলেটা নিরুপায়, অপেক্ষায়।
রচনাকাল—
২৭-০৩-২০২১
সকাল- ০৭:৪২
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.