সে খুব কাছে থেকেও আজ অনেক ব্যবধান,
ইচ্ছে করে সে করেনি, ব্যবধানের সমাধান।
ছেলেটি চেষ্টার ত্রুটি রাখেনি কতশত বোঝাবার,
অহংকারে সে আজ, ছেলেটা নিরুপায়, অপেক্ষায়।


রচনাকাল—
২৭-০৩-২০২১
সকাল- ০৭:৪২