যখন অন্তরের রং হারিয়ে যায় মৃদু হাসির মাঝে,
প্রকৃতিও রং হারায় যেন অচেনা ছদ্মবেশীর সাজে।
তখন কালো মেঘের স্রোত, বুকের বাম পাশে জমার উপক্রম,
রবির আলোও ব্যর্থ তাতে, পৌঁছাতে বারবার অক্লান্ত পরিশ্রম।
তখনই জন্ম নেয় সত্তা, অপ্রকাশিত কাব্যিক সত্তা নীরবের
কখনো বা কবিতায়, কখনো গল্প গানে, লেখনী অন্তরের।


রচনাকাল -
নিজ বাসভবন
১৯/০৩/২০২১