যদি আমি হারিয়ে যাই,
কবিতায় খুঁজে নিয়ো বন্ধু।
হৃদয় কোণে দিয়ো গো ঠাঁই,
রেখে গেলাম কবিতা শুধু।
সময় যে ডাকছে আমায়,
আয় কাছে আয়, আয় চলে।
স্মরণে অতীতের মায়ায়,
হিসেব নিকেশ অশ্রু জলে।
আমি আছি, আমি যে থাকবো,
গল্প, কবিতায় আষ্টে-পৃষ্ঠে।
মনে পড়লে কাছে আসবো,
এ তাকিয়ে থাকা এক দৃষ্টে।
বারবার ফিরে আসবোই,
কবিতার উচ্চারণে শুধু।
যদি আমি হারিয়ে যাই,
কবিতায় খুঁজে নিয়ো বন্ধু।