যে প্রেমিক জানা পথ ভুলে গেছে,
আজ অজানার কৌতূহলে।
সে প্রেমিক দিশেহারা হবেই হবে
অচেনার গভীর জলে॥