যে নিশি আজ নেশার ঘোরে,
সেই নিশিতে রোজ আমি জাগি।
যে জ্যোৎস্না আজ ঠোঁটের কোণে,
সেই জ্যোৎস্না প্রিয় তোমার লাগি॥