ন্যায়, ধর্ম, প্রগতির লক্ষ আজ উন্নতির
হাতে হাত ধরি মোরা ধরি পূর্ণ আরতির ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মোরা পারবো ঐক্যের বন্ধন মন্ত্রে
সাহস, শান্তি, বিশ্বাস জয় করবো স্বতন্ত্রে!


রচনাকাল -
নিজ বাসভবন
০৫/০৮/২০২০