জীবনের বিজ্ঞানে ইরা বসু আজ ডানলপ ভবঘুরে,
জনতার জনাদেশে স্মৃতিজাগা ছদ্মবেশে
জীবন সংগ্রামে আজ একা নিজেকে ভেঙেচুরে।
শিক্ষিকা থেকে আজ ফুটপাতে, খবরের কাগজে,
কারোর দরদী চোখে, করোর ইগনোর মনে অঙ্ক কষে।
কখনো ভাগ কেটে যায়, কখনো বা ভাগশেষ রয়ে যায়
ঝলসানো ত্বকের নোনা ঘামে মুছে যাওয়ার পরিভাষায়।
পরিচয় তিনি দেন না, খড়দার বিদ্যালয়ে শিক্ষিকা রূপে,
পরিচয় তিনি নেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকা রূপে,
তবু তিনি আরোগ্য কামনা করেন, তার প্রিয় ফুটপাত থেকে
ফেলে আসা সম্পর্কের রুষ্টতা পাছে রেখে।
এখনো যায়নি মুছে ইরা বসুর দরদী মনের অকল্পিত গল্প,
যে গল্প এখনো কড়া নাড়ে শিক্ষার্থীর চিলেকোঠায় অল্পস্বল্প।
তিনি সদাই স্বাধীনচেতা নারী, অন্যের উপর নির্ভরশীল এখনো তিনি নন।
অনুদান তিনি নেন না। চায়ের পেয়ালাও তিনি কিনে খান।
আর্থিক ঐশ্বর্যের মায়া ছেড়ে আজ ফুটপাতে নিজেকে করেছেন দান।
শিক্ষিত যার জীর্ণ মুখে, ভিন্ন ভাষার শব্দতান,
বাংলা বলেন, ইংরেজি বলেন, বলেন ভাষার উচ্চমান।
পুষ্ট করে তুষ্ট রাখে, অসুস্থ মনে সুস্থের গান,
আজ ভবঘুরে ইরা বসু এটাই বুঝি বিধির বিধান!

রচনাকাল -
১১/০৯/২০২১
সন্ধ্যা - ০৭ :১১