তোরা খুবই হিংস চতুর
তোরা কূটনীতি বুদ্ধিধারী!
দুর্বল স্থানে আঘাত হানে
রাখিস আগে নজরদারি।
সামনেতে তোরা যে বলিস
আমরা সবাই ভাই ভাই,
পেছন ফিরলে চাকু দিস!
কোন সম্পর্ক আর যে নাই।
মুখে আনিস শান্তির বাণী
সাধু হয়ে বিশ্ব দুয়ারে,
কাজে নিজ স্বার্থ চরিতার্থ
সদা দুর্বল ভাবিস নারে।
সর্বনাশা! ভুলে গেলি তোরা
বীরত্ব উইং কমান্ডারকে!
কীভাবে তাণ্ডব করে ফিরে
সে এলো শত্রুর ঘাঁটি থেকে!
এ উনিশশো বাষট্টি নয়
এখন দুই হাজার কুড়ি,
শান্তিপ্রিয় মানুষ হয়েও
ছাড়বো না এক কণা নুড়ি।
বলিস তোরা কি সাম্যবাদী!
কর্মে তোরা আসল পাজি,
এক পা যদি রাখিস তোরা!
জবাব দিতে আমরা রাজি!
হুঁশিয়ার! আমরা প্রস্তুত,
এবার যদি স্পর্ধা দেখাস!
তোদের রক্তে লিখবো মোরা
বিশ্বে স্মরণীয় ইতিহাস!


রচনাকাল -
নিজ বাসভবন
০৫/০৭/২০২০,
দুপুর - ০১:৪০