তোমারে যদি আমি নাহি পাই
ভাঙ্গবো না, তুমি হৃদয়ে আছ তাই।
মন তো বাস্তবতার স্রোতে ব্যাকুল হবে
হৃদয়ে রসদ রূপে তুমি মোরে সান্তনা দেবে।
সমাজের মোহের অন্ধকারে নই গো দুর্বল আমি
আছগো হৃদয়ে ফুটন্ত আলোর শক্তি রূপে তুমি।
তুমি মোর হৃদয়ে সদাই অমর থাকিবে
রক্তের অন্তিম কণা মোর তোমায় আঁকিবে।
তোমারে যদি আমি নাহি পাই
ভাঙ্গবো না,তুমি হৃদয়ে আছ তাই।
রচনাকাল -
১৯/০৬/২০২০
শুক্রবার, দুপুর