আমাদের এ চোখের জলে মুছে দেবো কি তোমাকে,
কত স্মৃতি, কত যে মুহূর্ত সাথে কেটেছি অনেকে।
তুমিতো অমর হয়ে, যাবে রয়ে আমাদের সাথে,
কারোর মৃত্যু-জন্মে স্মরণ হবে তুমি একসাথে।
নতুন সাল থাকিবে নত, তোমার মতো যখন এসেছিলে তুমি,
2015 গেলে তাইতো তুমি এলে,কষ্টে ভাঙিয়া পড়বো কি আমি?
কালের নিয়মে চলে যেতে হবে একে একে সবে,
আজ তুমি, কাল আমি, কেউই থাকবে নাতো রবে।।
রচনাকাল-
নিজ বাসভবন,
সোমবার, 14/12/2016,
07:25AM