গোধূলি আমায় বলছে ডেকে বৃষ্টি ভেজা বার্তা নিয়ে—
রামধনুর এই রঙের দেশে মিষ্টি হাসি যা রে দিয়ে।
আমি সাজিয়ে রাখি দিনের শেষে রক্তিমের এই ছদ্মবেশে,
মায়াবী এই লাজুক হাসি রঙিন আভায় ভাসুক ভেসে।

রচনাকাল -
কলকাতা
১৮/০৬/২০২১
দুপুর-১২:৪০