ঘন কুয়াশায় একা হারিয়ে ছিলাম
পাশে ছিল না কেউ
সেই উষায় যেই দেখলাম তোমায়
মনে উঠলো ঢেউ।


রচনাকাল - ১২/০২/১০১৮