খেলবো মোরা ভালোবেসে আরে এই ভুবনে,
খেলার মত্ততায় জাগাবো ঘুমন্ত তরুণে।
আরে জাগবে ওরা দেশের তরে চক্ষু মেলে,
জয়ের প্রফুল্ল মেলবে ওরা ময়ূর ছলে।


রচনাকাল -
নিজ বাসভবন,
২৯/০৮/২০১৭,
সকাল -০৮ঃ৫০,