রং এর মতো রামধনু তুমি
       তোমায় নিয়ে শুধু লেখব আমি।
হৃদয়ে তোমায় ভাসিয়ে রাখবো
       মনের ভাবনা ফুটিয়ে তুলবো।
কষ্টবোধ সর্বদা দূরে রাখবো
        প্রোয়োগ তোমায় করতে থাকবো।
বাক্য জাল সদা প্রয়োগ করবো
        আর তোমার নামে ছড়া লেখব।।



রচনাকাল-
নিজ বাসভবন,
০৯/০৮/২০১৬,মঙ্গলবার,
সকাল- ১১ঃ১৮,