ধর্ম স্বপ্নের ন্যায়,
দুই পল্লবের মিলনে যেমন স্বপ্নের আবির্ভাব,
তেমনি দুই ধর্মের মানুষের মিলনে মানবজাতির মনুষ্যত্বের প্রমাণ।

জীবন ধর্মের ইতিহাসের প্রভাবে আমরা কি দেখি না স্বপ্ন?
রক্ত-লসিকা প্রমাণ দেবে ধর্মের রঙের মেলায়,
পল্লবের মিলনে স্বপ্ন জাগে না কি জাতিভেদর নদী জাগে?


রচনাকাল -
নিজ বাসভবন,
02/09/2017,
দুপুর-01:50,