আমারও লেগেছে বসন্তের ছোঁয়া
সেটা অন্তরে। বাইরে সব ধোঁয়া।
অনুভূতি গুলোই রাঙিয়ে দেয় রঙে
কষ্টগুলো সব মৃদু হাসির ঢঙে।

কাব্যের স্পষ্ট ভাষায়,
কল্পনাতেই আমার দোলের খেলা
কল্পনাতেই প্রেমের অশ্রু ফেলা
কল্পনাতেই রঙের স্রোতের মেলা
কল্পনাতেই ভাসাই প্রেমের ভেলা।
বাদ দাও তো এসব কথা, এসো বলি
এসো আনন্দে বলি, বলি হ্যাপি হোলি.....


রচনাকাল –
২৭-০৩–২০২১
সন্ধ্যা- ০৭:৪০