বম বম বম, বম ভোলে॥
সুখে দুঃখে ভস্ম মেখে
নেশার ঘোরে টলে টলে
মস্তক রাখে দেবীর কোলে।
বম বম বম, বম ভোলে॥

শিবরাত্রি দিনটা খাস
ফুলে আবিরে এ কৈলাস।
প্রেমের স্রোত প্রেমের তরে
পারব লাগে কৈলাস ঘরে।
আনন্দেতে মুখে মুখে
বম বম বম, বম ভোলে॥

নন্দীর সাথে ভৃঙ্গি নাচে
বাকিরা সব নেশার ধাঁচে।
শ্মশান তটে প্রেমের ধাম
আনন্দেতে নেই লাগাম।
সবার মুখে একটাই নাম
বম বম বম, বম ভোলে॥

পরনেতে বাঘের ছাল
নেত্র খুললে সবার কাল।
প্রেমে ভদ্র রেগে রুদ্র
তাহার কাছে সবই ক্ষুদ্র।
রেহাই নেই ছলে বলে
বম বম বম, বম ভোলে॥


রচনাকাল -
১০/০৩/২০২১
নিজ বাসভবন