বিকেল হলে আমি, দূর হতে শুধু
নয়ন ভরে তোমাকে দেখি।
ভাবি সামনে পেলে, এগুলো বলবো
তা হৃদয় মাঝে সদা লেখি।
সেই আজও আমি, রাস্তায় বিকেলে
আর দেখি তুমি সাইকেলে!
বেশ দূরেই ছিলে, জানি তুমি হবে
শুধু দেখা হবে কাছে এলে।
তুমি কাছেও এলে, চলেও যে গেলে
আঃহা! মৃদু হাসিতে তাকায়ে।
ভুলে যে গেছি সব, তোমাকে যে দেখে
অন্তঃ উল্লাসে স্তব্ধ হৃদয়ে!
হয়েও ছিল মনে, ডাকি বারে বারে
সাবধানে নিয়ে যাও বোনে!
ক্রিয়া-বিক্রিয়া মনে, সবই ঘটলো
প্রকাশ হলো না সেই ক্ষণে।



রচনাকাল-
নিজ বাসভবন
১০/০৭/২০২০
সন্ধ্যা - ০৭:২১