তুমি কি দেখেছো তাকে?
যে তোমায় ভাবিয়ে তোলে-
‘তুমি এদেশের গৌরব’।
তুমি কি তাহাকে জানো?
যে তোমাকে বর্তমানে শুধায়-
‘অসহায়কে সাহায্য করার জন্য’।
তাকে তুমি দেখোনি কিন্তু তারে জানো!
সে তোমার,আমার মধ্যে সদা থাকে,
সে চায় এক,কিন্তু আমরা করি আর এক।
সে মানবিকতা বোঝায় রাখার চেষ্টা করে,
কিন্তু আমরা,লোক লজ্জার ভয়ে বেঁকে পড়ি।
তাই বলি চলো
বিবেকের সততায় আমরা এগিয়ে যাই!
এসো সমাজের
পঙ্কিলে কমল ফুটিয়ে তোলার চেষ্টা করি।।
রচনাকাল -
নিজ বাসভবন,
16/07/2017,
গোধূলি -06:30,