ভারত মাতার হে রক্ষক ভারতীয় জওয়ান,
ভালোবাসার মোহ তোমাদের করে আহ্বান।
তোমরা কষ্টসহিষ্ণু, যুদ্ধবীর ও ভারতীয় জওয়ান,
তোমরাই ভারত মাতার প্রকৃত সাহসী সন্তান।
তোমাদের শরীরের উৎপন্ন ক্লান্ত,
তার কাছে হার মানে মহাসাগর প্রশান্ত।
হে রক্ষক ভারতীয় তরুণ জওয়ান,
ভারত মায়ের জন্য দিচ্ছ প্রাণ।
তোমাদের জানাই আন্তরিক প্রণাম,
তোমরাই ভারত মায়ের সু-পুত্র সন্তান॥
রচনাকাল-
নিজ বাসভবন,
ইং-২৬/০৬/২০১৬,রবিবার,
১১ঃ১২PM,