মৃদু হাসির যেন বদন চাঁদ
প্রেমে মোহিত বাজে হৃদয় নাদ।
জয়ের পথে থাকে এই যে হাসি
যোদ্ধা বীর তুমি শত্রু নাশি।

*********
এই অণুকবিতা আমার সৈনিক দাদা তন্ময়কে উৎসর্গ করলাম।