তুমি রেখেছো হাত মোর হাতে,
স্বপ্ন কত দেখিয়েছো মোরে গভীর রাতে।

ফোনের রিং বেজেছে কত, ধরেছি ফোন কানে,
কত কথা বললে তুমি শান্তি পেলাম মনে।

তোমার ফোনে ভোর হত, জাগতাম আমি গানে,
স্কুলে গিয়ে শান্তি পেতাম তোমার নয়নে বাণে।

ছুটি হলে যেতাম দুজনে ওই সেতু দিয়ে,
যেই সেতুতে মনে কথা বলেছিলাম তোমায় নিয়ে।

এইভাবেই কত দিন চলে গেল ফোনে,
এমন ভাবে ভালো ছিলাম আমরা দুজনে।

তারপর নিস্তব্ধতা ফোনে, কারণ পরীক্ষা ছিল সামনে ,
শেষ হলো পরীক্ষা,ঘিরে এলো অন্ধকার এই বন্ধনে।

গেলে চলে হাত ধরে, ঘর বাঁধলে অন্য মনে,
অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় 'ওই বেদনার ক্ষণে'।


রচনাকাল -
নিজ বাসভবন,
১০/০৭/২০১৭
দুপুর -০২:৫১