এসো এসো সবাই এই বর্ষবরণে
নতুন বর্ষের সমস্ত অশান্তির অন্ধকার
ঢাকঢোল, শঙ্খ ধ্বনি, প্রদীপের শিখার
উজ্জ্বলতায় নতুন অনুভূতি নিয়ে আসুক
অতি পরম শান্তি, এই অতিপ্ত জীবনে!

রচনাকাল -
নিজ বাসভবন,
০১/০১/২০১৮,
সকাল- ০৬ঃ১০