স্বার্থপর নই গো আমরা
          যতই হোক ভিন্ন জাতির তোরা।
আমরা ঐক্য বেঁধে বাসবো ভালো
          আজ ঘোচাবো জাতি-ভেদের আলো।
বাঁধবো এ রাখী তোদেরই হাতে
          যতই বলিস তুই অন্য জাতে।


রচনাকাল -
নিজ বাসভবন,
07/08/3017,
সকাল-09:35,